gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আ’লীগের অন্তর্দ্বন্ধে অশান্ত সোনাতলা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মার্চ , ২০২১, ০৫:১০:২৭ পিএম
শরনখোলা(বাগেরহাট) প্রতিনিধি :
1616497896.jpg
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শরনখোলা উপজেলার তৃনমুল আওয়ামীলীগে অন্তর্দ্বন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে । মনোনয়ন পত্র দাখিলের পর গত চার দিনের ব্যবধানে মেম্বার প্রার্থীদের নেতৃত্বে হামলা পাল্টা হামলা শুরু হয় এবং ঘটে অগ্নি সংযোগের ঘটনা। যে কারনে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বসতিদের মাঝে আতংঙ্ক দেখা দিয়েছে। এখনও অনেকটা অশান্ত রয়েছে সাউথখালী ইউনিয়নের সোনাতলা। একের পর এক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটলেও কিছুতেই যেন এর লাগাম টানতে পারছেন মাঠ পর্যায়ে নিয়োজিত আইনশৃংখলা বাহীনির সদস্যরা । ১৯  মার্চের পর গত দুই দিনের ব্যবধানে পুনরায় ২২ মার্চ গভীর রাতে ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর হাওলাদারের সর্মথকরা পূর্ব শত্রুতার জের মেটাতে প্রতিধন্ধী প্রার্থী  শফিকুল ইসলাম ডালিম গ্রুপের ৫ জনকে উপুর্যোপুরি কুপিয়ে চরম  রক্তাক্ত করেছেন । এদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ বলে জানাগেছে। আহতদের  মধ্যে (সোমবার) গভীর রাতে সোনাতলা গ্রামের বাসিন্দা কৃষক মুজিবর রহমান হাওলাদার (৬৫), তার দুই ছেলে দিন মজুর কাওসার হাওলাদার (৩৫) ও হেলাল উদ্দিন (৩৯) কে  শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে ভর্তি করা হয় । সেখানে আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক  তাৎক্ষনিক তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।  আহতদের পরিবার জানায়, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯মার্চ -সাউথখালী ইউনিয়নের ১নং-সোনাতলা ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ জাহাঙ্গীর হাওলাদারের নেতা কর্মীদের সাথে একই ওয়ার্ডের প্রতিদন্ধী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ডালিমের নেতা কর্মীদের এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের প্রায় ৪০ নেতা- কর্মী আহত হন । এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে, ডালিম গ্রুপের ৪০ নেতা কর্মীর বিরুদ্ধে শরনখোলা থানায় একাটি মামলা দ্ধায়ের করেন । তার জের ধরে পরের দিন (শুক্রবার) রাতে ওই এলাকার দুটি দোকান ঘর আগুনে পুড়িয়ে দেন দুর্বৃত্তরা।  জাহাঙ্গীরের দ্বায়ের করা মামলায় ডালিমের লোকজন  আদালত হতে জামিন নিয়ে এলাকায় আসলে ২২মার্চ  (সেমবার) রাত পৌনে এগারটায় প্রার্থী জাহাঙ্গীরের নেতৃত্বে তার সমর্থক হাবিব, রাজ্জাক, মামুন ও জাকির সহ ৫০/৬০ নেতা কর্মী কৃষক মুজিবরের বাড়ীতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নারী পুরুষ সহ পাঁচ জনকে অচেতন করে ফেলে রেখে পালিয়ে যায় । মেম্বার প্রার্থী ডালিম  অভিযোগ করে বলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পরভেসের ইন্ধোনে জাহাঙ্গীর তার দল বল নিয়ে এ হামলা করেছেন ।  তবে, প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার ও ভাইস চেয়ারম্যান পারভেস বলেন, আমাদের জানা মতে, পারিবারিক বিষয় নিয়ে কৃষক মুজিবরের সাথে তার প্রতিবেশি  ইউছুপের সাথে হামলার ঘটনা ঘটেছে। এখন প্রার্থী ডালিম ওই ঘটনার দ্বায়ভার আমাদের উপর চাপাতে চাইছেন । শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, রাত থেকে ওই এলাকায় পুলিশি অভিযান শুরু হয়েছে এবং এখনও পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে ।  এছাড়া তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।  এছাড়া শরনখোলা উপজেলা নির্বাচন কমিশনার অঞ্জন সরকার জানান, ওই দুই প্রার্থীর কর্মকান্ড ইতোমধ্যে উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে ।  তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে ।

আরও খবর

🔝