gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ব্রিগেড মাঠের সমাবেশে তৃণমূলকে উৎখাতের ডাক বামফ্রন্টের
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৩:৪১:২২ পিএম
কাগজ ডেস্ক::
1614591850.jpg
২০১৯ সালের পর আবারও কলকাতার বিগ্রেড মাঠে রাজনৈতিক সভা করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন বামফ্রন্ট নেতারা। শুধু বাম নেতারা নন, বিধানসভা ভোটে লড়তে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট নেতৃত্বও একইভাবে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করার আহবান জানান রাজ্যবাসীকে।এদিনের ব্রিগেড সমাবেশে তিনটি রাজনৈতিক শক্তির সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এদিন প্রকাশ্যে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের আসন বিন্যাস ঘোষণা করার কথা থাকলেও তা হয়নি। যেকোনো রাজনৈতিক দলের জন্য কলকাতার ব্রিগেড ময়দানে সভা আয়োজন একটা বড় চ্যালেঞ্জ। সভাস্থল ভরাতে ন্যূনতম ৪ থেকে ৫ লাখ জনসমাগমের প্রয়োজন। আর তা না হলে, প্রতিপক্ষের কাছ থেকে শুনতে হবে 'ফাঁকা ময়দানে সভা' করার মতো রাজনৈতিক খোঁচা।আগামী মাসের শেষে শুরু হতে যাচ্ছে আট দফার বিধানসভা নির্বাচন। গেল নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল বামফ্রন্টের অবস্থান। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। তৃণমূল ও বিজেপির উভয়ের বিরুদ্ধে রাজ্য ও কেন্দ্রীয় সরকার পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে লড়তে সম্প্রতি জোট বাধে বাম ও কংগ্রেস। আর এতেই তৃণমূল-বিজেপির বিরুদ্ধে নতুন এক রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশ হয় পশ্চিমবঙ্গে।তবে শেষ পর্যন্ত এই জোট কতটা সফল হয় তা আগামী দোসরা মে ফল প্রকাশের দিনই পরিষ্কার হবে রাজ্যবাসীর সামনে।

আরও খবর

🔝