gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকী পালন
প্রকাশ : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২১, ০৮:১৩:২৬ পিএম
আব্দুল কাদের, নড়াইল:
1614348930.jpg
নড়াইলে পালিত হলো বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জন্মদিন। এ উপলক্ষে তার জন্মস্থান নড়াইল সদর উপজেলার মহিষখোলায় (বর্তমার নূর মোহাম্মদ নগর) শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন।নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। একাত্তরের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামে বীরত্বপূর্ণ সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন।তার জন্মদিন উপলক্ষে মহিষখোলায় কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। জেলা পুলিশ স্মৃতিসৌধে গার্ড অব অনার দেয়। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূইয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নবনির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এস এ মতিন এবং বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান।২০০৮ সালে সরকারি উদ্যোগে নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ রাখা হয়। সেখানে তৈরি হয় স্মৃতিসৌধ। ওই বছরই চালু হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। একই ক্যাম্পাসে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়।

আরও খবর

🔝