gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বিক্ষোভ দমাতে মিয়ানমারে ধরপাকড়
প্রকাশ : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২১, ০৭:৪৮:৫৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1614347432.jpg
সেনা অভ্যুত্থানের জেরে মিয়ানমার সেনা বাহিনীর ওপর বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপ। বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার পর এবার মিয়ানমারকে দেয়া আর্থিক সহায়তা স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। এদিকে, বিক্ষোভ দমাতে মিয়ানমার পুলিশ রাত্রীকালীন ধরপাকড় চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকেই অশান্ত মিয়ানমার। দাঙ্গা পুলিশ, সেনা সদস্যদের উপেক্ষা করেই ৩ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে দেশটির গুরুত্বপূর্ণ সব শহরে। বিক্ষোভ দমাতে বৃহস্পতিবার ইয়াঙ্গুনে রাত্রীকালীন ধরপাকড় চালিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে রাত দুইটা পর্যন্ত বেশ কয়েটি গুলির শব্দ শুনেছেন তারা।বৃহস্পতিবার ইয়াঙ্গুনে সেনা সমর্থকদের হামলার পর শুক্রবার আবারো রাজপথে নামেন গণতন্ত্রপন্থীরা। এসময় সুচিসহ এনএলডির শীর্ষ নেতাদের মুক্তির পাশাপাশি আসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি। অনেকের হাতেই ছিল মার্কিন সামরিক হস্তক্ষেপের দাবি জানিয়ে প্ল্যাকার্ড। সু চির বাড়ির সামনে হয়েছে বিশেষ প্রার্থনা।এদিকে, সেনা অভ্যুত্থানের জেরে মিয়ানমারকে দেয়া আর্থিক সহায়তা স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। গত বছর মিয়ানরের জন্য ৩৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তার অনুমোদন দেয় বিশ্ব ব্যাংক।এর আগে, অভ্যুত্থানের পর থেকে ‘প্রাণঘাতী সহিংসতার’ ঝুঁকি বাড়ায় মিয়ানমারের সামরিক বাহিনীর ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেজ মুছে দিয়েছে কর্তৃপক্ষ। অভ্যুত্থানের জেরে আরও ৬ সেনা কর্মকর্তার ওপর ভ্রমণ ও আর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

আরও খবর

🔝