gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
ফুটবলের পাতানো খেলা শনাক্তকরণে কমিটি গঠন
প্রকাশ : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২১, ০৭:২১:৪৪ পিএম
ক্রীড়া ডেস্ক::
1614345980.jpg
পাতানো খেলা রোধ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠন করেছে সাত সদস্যের কমিটি। এই কমিটির চেয়ারম্যান হুমায়ুন খালিদ। যিনি এর আগেও একই পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কমিটিতে দুইজন সাবেক ফুটবলারকে রাখা হয়েছে। একজন মহসিন, অন্যজন খন্দকার রকিবুল ইসলাম। আছেন পুলিশ ও এনএসআই এর প্রতিনিধি।বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচটি ম্যাচে অনলাইন বেটিং হয়েছে এমন অভিযোগ পেয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে। তার প্রেক্ষিতেই বাফুফে শক্তিশালী পাতানো খেলা শনাক্তকরণ কমিটি গঠন করল।যে পাঁচ ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছে তার তিনটি আরামবাগ ক্রীড়া সংঘের এবং দু’টি ব্রাদার্স ইউনিয়নের।পাতানো খেলা শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান হয়েছেন হুমায়ুন খালিদ। এছাড়া সদস্যরা হলেন ইন্দু ভুষন দেব, সরদার শোয়েব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি (ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতিনিধি, মহসিন ও খন্দকার রকিবুল ইসলাম।

আরও খবর

🔝