gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ভ্যাকসিন নিলেন যশোরের পৌরমেয়র রেন্টু
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০৮:২১:৩৩ পিএম
কাগজ সংবাদ :
1614262940.jpg
করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) নিয়েছেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা নেন তিনি। এ সময় মেয়র বলেন, ‘আমি যে টিকা নিয়েছি তা আমি বুঝতেই পারিনি।  কোনো রকম ব্যথা টের পাইনি। সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা  নেই।’ এ সময় মেয়র বলেন,‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে কোভিড ব্যবস্থাপনা করেছেন ও নিয়ন্ত্রণে রেখেছেন। বিশ্বের উন্নত দেশ যখন ভ্যাকসিন পেয়েছে, বাংলাদেশও সেই সময় পেয়েছে। এটা প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা ও জনগণের প্রতি তাঁর ভালোবাসার নিদর্শন। মেয়রের টিকা গ্রহণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, সিভিল সার্জন শেখ আবু শাহীন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ। সিভিল সার্জন শেখ আবু শাহীন বৃহস্পতিবার জানিয়েছেন,যশোরে চার হাজার নয়শ’ ৫৫ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা নিয়েছেন এক হাজার আটশ’ ৩৯ জন। তাদের মধ্যে এক হাজার ৮৯ জন পুরুষ ও চারশ’ ২৮ জন নারী রয়েছেন। পুলিশ হাসপাতালে ৬৬ জন পুরুষ ও ২৬ জন নারী পুলিশ সদস্য, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একশ’ ৭৯ জন পুরুষ ও ২১ জন নারী ভ্যাকসিন গ্রহণ করেছেন।এছাড়া, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ তিনশ’ ১১ ও নারী দুশ’ ১৯ জন, বাঘারপাড়ায় পুরুষ একশ’ ৭৫ ও নারী একশ’ ৩৫ জন, চৌগাছায় পুরুষ একশ’ ৯৬ ও নারী একশ’ ৪৪ জন, ঝিকরগাছায় পুরুষ দুশ’ ও ১৩ নারী একশ’ ২২ জন, কেশবপুরে পুরুষ একশ’ ৬৮ ও নারী একশ’ ২২ জন, মণিরামপুরে পুরুষ তিনশ’ ৪৭ ও নারী দুশ’ ৬৯ জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ দুশ’ ৯২ ও নারী একশ’ ৩৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।এ পর্যন্ত জেলায় ৫৭ হাজার দুশ’ ৩৫ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৩৭ হাজার দুশ’ ৪২জন পুরুষ ও ১৯ হাজার নয়শ’ ৯৩ জন নারী রয়েছেন। 

আরও খবর

🔝