gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেএমডি যুব পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০৬:১৯:৪৪ পিএম
নুর ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ::
1614255953.jpg
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার কলোনীপাড়া যুব মহিলা উন্নয়ন সংস্থা ও পাঠাগার (কেএমডি যুব পাঠাগার) এর আয়োজনে“ “মুজিববর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রবন্ধ পাঠ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও কলনিপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর নির্বাহী পরিচালক এবং কেএমডি যুব পাঠাগার এর সভাপতি জান্নাতুস সাফা শাহিনুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেএমডি যুব পাঠাগারের সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম, প্রোগ্রাম পরিচালক শাহীনুল ইসলাম (মুকুল), অফিস ইনচার্জ মোশারফ হোসেন, প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস, মনিটরিং ও একাউন্টস অফিসার প্রভাষ রায়, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ইনচার্জ সুরাইয়া বেগম, কেএমডি যুব পাঠাগার হিসাব রক্ষক নজরুল ইসলাম, অফিস সহকারী হামিদুর রহমান, কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল মাসুম (সাকিব), সহকারী ট্রেইনার শামীম ইসলাম, নাহিদা বেগম এবং মোঃ রাজ্জাক, মোশারফ হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কলোনীপাড়া যুব মহিলা উন্নয়ন সংস্থা ও পাঠাগার  গ্রন্থাগারিক মি. ফলিন্দর সরকার।

আরও খবর

🔝