gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পল্লীশ্রীর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প উদ্যোগে বার্ষিক“ওরিয়েন্টশন” অনুষ্ঠিত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০৬:১৯:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি : :
1614255712.jpg
পল্লীশ্রীর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানী’র সহযোগিতায় দিনাজপুর সদরের সবজি বাগানের আদর্শ গ্রামে আইনজীবীদের বার্ষিক“ওরিয়েন্টশন” বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সবজি বাগানের আদর্শ গ্রামে আইনজীবীদের বার্ষিক “ওরিয়েন্টশন”-এ পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহজাদী শিরীন এর পরিচালনায় এবং আদর্শ গ্রামের সদস্যগণের অংশ গ্রহণের মাধ্যমে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দিনাজপুর জজ কোটের্র আইনজীবী খুরশিদা পারভীন (জলী)।উক্ত ওরিয়েন্টেশনে প্রধান আলোচক এডভোকেট খুরশিদা পারভীন জলী আদর্শ গ্রামের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা তৃণমূল পর্যায়ে যারা আছে, নারীর অধিকার বাস্তবায়েনের জন্য বিভিন্ন আইনি জটিলতা থাকে যা আপনাদের জানা নেই, যদিও অনেকের জানা রয়েছে সেগুলো পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান না করে তা ভুল ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে অনেক সময় ভুল পথে অগ্রসর হওয়ার জন্য প্রভাবিত করা হয়। অবশ্যই আইনি ব্যাখ্যাগুলো পরিপূর্ণ জেনে তারপরে নিজেদের সাংসারিক জীবনের আইনি সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করবেন তবেই আপনাদের অধিকার সঠিক ভাবে বাস্তবায়িত করতে সফল হবেন।   

আরও খবর

🔝