gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ইংল্যান্ডের পর ভারতেরও ব্যাটিংয়ে ভরাডুবি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০৬:১৯:৫৫ পিএম
ক্রীড়া ডেস্ক::
1614255964.jpg
সিরিজের তৃতীয় টেস্ট শুরু করে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভরাডুবি হলেও বোলিংয়ে ঠিকই নিজেদের ঝলক দেখিয়েছে সফরকারীরা। ভারতকে বেশিদুর এগোতে দেয়নি ইংলিশরা।  জো রুট-জ্যাক লিচদের ঘূর্ণির সামনে ৫৩.২ ওভারে প্রথম ইনিংসে ১৪৫ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলিরা। তিন উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল ভারত। স্বাগতিকরা এগিয়ে ৩৩ রানে।  বৃহস্পতিবার আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শুরু করে স্কোরবোর্ডে ৪৭ রান জমা করতেই শেষ সাত উইকেট হারায় ভারত। তার মধ্যে রুট ৬.২ ওভারে আট রান খরচে প্রথমবারের মতো টেস্টে নিয়েছেন পাঁচ উইকেট। ইংলিশ অধিনায়কদের মধ্যে বব উইলিসের (১৯৮৩ সালে) পর এবারই প্রথম এই কীর্তি গড়লেন রুট। এছাড়া লিচ নিয়েছেন চার উইকেট।

আরও খবর

🔝