gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানবন্ধনের চেষ্টা, আটক ১২
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০৪:২৩:১৯ পিএম
ঢাকা অফিস::
1614248707.jpg
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধনের চেষ্টা করায় ১২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রথম দফায় ১০ জনকে, পরে আরো ২ জনকে আটক করে পুলিশ।সকালে শিক্ষার্থীরা চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে শাহাবাগ মোড়ে মানবন্ধনের চেষ্টা করলে তাদের আটক করা হয়। একই দাবিতে দুপুরে নীলক্ষেতে হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এর আগে গত সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় সরাসরি পাঠদান ও পরীক্ষা বন্ধ রয়েছে। নতুন সিদ্ধান্তে ২৪ মের আগে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।তবে, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনের ফলে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও খবর

🔝