gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শততম টেস্ট খেলতে নামলেন ইশান্ত
প্রকাশ : বুধবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২১, ০৭:৩২:৩৪ পিএম
ক্রীড়া ডেস্ক::
1614173678.jpg
ভারতের মহানায়ক কপিল দেবের পর দেশের প্রথম পেসার হিসেবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে তিন অঙ্ক ছুঁলেন ইশান্ত। মাইলফলকের ম্যাচে মাঠে নামার আগে বিসিসিআই থেকে পেয়েছেন স্বীকৃতি। ১১তম ভারতীয় হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনার। শুরুটাও রাঙিয়েছেন ডানহাতি দ্রুতগতির বোলার। নিজের দ্বিতীয় ওভারে ডম সিবলিকে দ্বিতীয় স্লিপে রোহিত শর্মার ক্যাচ বানান। ২০০৭ সালে টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু। ২০১৮ সালের আগে তার বোলিং গড় ছিল ২০। কিন্তু ভারতের পেস বিপ্লবে অন্য সবার মতো ইশান্তের বোলিংয়েও আসে প্রাণ। তাতে পাল্টে যাওয়া শুরু করে তার ক্যারিয়ার। যেখানে তার পারফরম্যান্সের সূচক ঊর্ধ্বগামী। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে একশ টেস্ট খেলতে নেমেছেন ইশান্ত। এই তালিকায় তার উপরে অনিল কুম্বলে (১৩২), কপিল দেব (১৩১) ও হরভজন সিং (১০৩)। ৩২ বছর বয়সী পেসার উইকেট পেয়েছেন ৩০৩টি। বোলিং গড় এখন ৩২.২২।শুধু ভারত নয়, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ২০০ টেস্ট খেলে অবসরে নিয়েছেন তিনি।

আরও খবর

🔝