gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তৃণমূলে একঝাঁক তারকা, মোদি-অমিতের নতুন নাম দিলেন মমতা!
প্রকাশ : বুধবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২১, ০৬:৪৪:০৮ পিএম
কাগজ ডেস্ক::
1614170778.jpg
বাংলায় বিজেপি হেরে গেলে এবার দেশ থেকে বিদায় হবে- কলকাতার অদূরে হুগলিতে নির্বাচনী সভায় এভাবে বিজেপিকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় নরেন্দ্র মোদি ও অমিত শাহর নতুন নামকরণও করেন তৃণমূল সভানেত্রী মমতা। বলেন, একজনের নাম হোঁদল কুতুকুতু আরেকজন কিম্ভূতকিমাকার। এ দিনের সভায় টলিপাড়ার একঝাঁক তারকা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গত দেড় দশকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক কাঞ্চন মল্লিক, অভিনেত্রী জুন মালিয়া, সায়নী ঘোষসহ একঝাঁক টলিতারকাকে এ দিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই দেখা যায়নি বরং ভোটের মুখে এবার তারা সরাসরি মমতার দলের হয়ে রাজনীতিতেও যোগ দিলেন।মাত্র দু’দিন আগে এই হুগলি জেলাতেই রাজনৈতিক সভা করে তৃণমূলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুদিন আগে হুগলি জেলায় সভা করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তৃণমূলকে একহাত নিয়েছিলেন। গত বুধবারের সভায় থেকে সেই অভিযোগের শুধু জবাব দেননি পাল্টা দেশ থেকে বিজেপিতে তাড়ানোর ডাক দিলেন মমতা।এদিকে মমতার দলে একঝাঁক তারকা যোগ দিয়ে বিজেপিতে ভোট না দেওয়ার আহ্বান তুলছেন। অন্যদিকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় তৃণমূলের শিল্পী সংগঠনের দখলদারিত্বের অভিযোগে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি সমর্থক অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষসহ বহু শীর্ষ তারকা। অভিনেতা থেকে নেতা বা নেত্রী হওয়ার এই প্রবণতা গত এক দশক ধরে পশ্চিমবঙ্গে প্রায় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও খবর

🔝