gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া
প্রকাশ : বুধবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২১, ০৫:৩৯:৪১ পিএম
ক্রীড়া ডেস্ক::
1614166860.jpg
করোনা জন্য আন্তর্জাতিক ফুটবলের সূচি এলোমেলো হয়ে যাওয়ায় কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। বুধবার বিবৃতির মাধ্যমে কাতার ও অস্ট্রেলিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কাতার ও অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এবং আয়োজক সংস্থা কনমেবল।দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সময় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে কাতার ও অস্ট্রেলিয়া। মূলত এ কারণেই কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তাদের। এফএফসির সদস্য এই দুই দেশ ছিল অতিথি দল।কোপা আমেরিকার পরের আসরে ‘এ’ গ্রুপে ছিল অস্ট্রেলিয়া। একই গ্রুপের বাকি দলগুলো হচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, চিলি এবং প্যারাগুয়ে। আর ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা ইকুয়েডর ও প্যারাগুয়ের সঙ্গে ‘বি’ গ্রুপে ছিল কাতার।আগামী ১১ জুন থেকে আয়োজক দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসবে কোপা আমেরিকার আসর। শেষ হবে ১০ জুলাই। একইসময় ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাই চলবে। ফলে কোপায় খেলা হচ্ছে না কাতার ও অস্ট্রেলিয়ার।  

আরও খবর

🔝