gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
লালপুরে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার ও সাধারণ সভা
প্রকাশ : শনিবার, ২০ ফেব্রুয়ারি , ২০২১, ০৪:২৬:৩৪ পিএম
আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি ::
1613816857.jpg
নাটোরের লালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার ও সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন রাজাশাহী কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর মহা. হবিবুর রহমান, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমান।শিক্ষা উন্নন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আনেছ আলী সরদারের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, রাজাশাহী কলেজের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, ষ্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের সহযোগি অধ্যাপক ডঃ শরিফুল ইসলাম, দৈনিক এই বাংলার খবর পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মহিদুল ইসলাম মনি, বাগাতিপাড় শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, সম্পাদক আব্দুল হাকিম মাহাবুব, শেফালী খাতুন প্রমুখ।এসময় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝