gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj

❒ চৌগাছা (যশোর) অফিস

সচেতনতা ও পরীক্ষামূলক ইভিএম মেশিনে মক ভোটের ব্যবস্থা

❒ চৌগাছা পৌরসভা নির্বাচন

প্রকাশ : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি , ২০২১, ০৮:৪২:২৩ পিএম
:
1613141008.jpg
যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও পরীক্ষামূলক ইলিকট্রনিক্্র ভোটিং মেশিন ইভিএমএ শুক্রবার প্রতিটি কেন্দ্রে মক ভোটের ব্যবস্থা করা হয়। ১০টি কেন্দ্রের ১০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার স্বস্ব কেন্দ্রে ভোটারদের ইভিএমে কি ভাবে ভোট প্রদান করবে তা শিখিয়ে দেন। এদিন দুপুর ১২ টার দিকে ৬নং ওয়ার্ডের এলাহী বক্স হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে দেখা যায় মোস্তাফিজুর রহমান নামে একজন তরুন ভোটার ইভিএমে ভোট প্রদান শিখতে এসেছেন। এই ভোটার জানান, নতুন পদ্ধতিতে ভোট দিব তাই আগে ভাগেই কি ভাবে ভোট দিব তা জানতে এসেছি। উপস্থিতি হার কম বিষয়ে জানতে চাইলে সবুজ কুড়ি কিন্ডার স্কুলে দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হক জানান, ইভিএমএ ভোটাররা ভোট না দিলেও ভোটাররা এ সম্পর্কে বেশ অবগত। সে কারনে মগ ভোটে উপস্থিতির হার কম। তবে নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, পৌরসভার ভোটাররা অত্যান্ত সচেতন। তাই ইভিএমে ভোট দিতে ভোটারদের কোন সমস্যা হবে না।

আরও খবর

🔝