gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শুক্রবার শিল্পকলায় প্রাচ্য সংঘের নাটক ‘শয়তান’

❒ শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা, নাট্য কর্মীরা ফ্রি

প্রকাশ : বুধবার, ১৩ জানুয়ারি , ২০২১, ০২:২৯:২২ পিএম
কাগজ সংবাদ::
1610541306.jpg
প্রাচ্য নাট্য সংঘের আয়োজনে এবার বৃহৎ পরিসরে যশোরে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক। আগামীকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে এ নাটক শুরু হবে। প্রদর্শনী মূল্যের বিনিময়ে সকলে নাটক উপভোগের সুযোগ পাবেন। নাটক দেখার জন্য শিক্ষার্থী, নাট্য সংগঠনের সদস্য ও নাট্য কর্মীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।বুধবার বেলা সাড়ে ১২ টায় প্রাচ্য সংঘ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান জানান, বার্ষিক কর্মপকিল্পনার অংশ হিসেবে এ নাটকের আয়োজন করা হচ্ছে। সার্বিক সমাজ পরিবেশ পারিপার্শ্বিকতার বিচারে এবার কাহলিল জিবরানের গল্প অবলম্বনে ‘শয়তান’ নাটক মঞ্চস্থ করা হবে। নাটকের প্রদর্শনী মূল্য একশ’ টাকা। প্রাচ্য সংঘের বই হাট থেকে যে কেউ টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়াও নাটকের দিন বিকেলে শিল্পকলা একাডেমি থেকে টিকিট সংগ্রহ করা যাবে।নাট্যসংঘের পরিচালক অরুণ মজুমদার জানান, সকল শিক্ষার্থী অর্ধেক মূল্যে নাটক দেখার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য রাখা হবে ৫০ টাকা। এছাড়াও সকল নাট্য শিল্পীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের বিনামূল্যে নাটক দেখার আহ্বান জানিয়েছে  আয়োজকরা।সংবাদ সম্মেলনে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রাচ্য নাট্য সংঘের পরিচালক অরুণ মজুমদার এবং ‘শয়তান’ নাটকের নির্দেশক মাস্উদ জামান উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝