gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২২
প্রকাশ : মঙ্গলবার, ১২ জানুয়ারি , ২০২১, ০৫:০৪:৩১ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1610450778.jpg
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়।মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৭৯ জনের মৃত্যু হলো।এর মধ্যে এ পর্যন্ত বিভাগের বগুড়ায় সর্বোচ্চ ২৩৪ জনের মৃত্যু হয়েছে । দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু  হয়েছে।সোমবার বিভাগে নতুন ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৮ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৯৩ জন। এদের মধ্যে ২২ হাজার ৭৬৭ জন সুস্থ হয়েছেন।রাজশাহী বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৯৮ জন।

আরও খবর

🔝