gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু
প্রকাশ : সোমবার, ১১ জানুয়ারি , ২০২১, ০২:১৪:৫২ পিএম
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর):
1610353018.jpg
যশোরের কেশবপুরে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে একটি বিরল প্রজাতির কালোমুখো হনুমান মারা গেছে। খাদ্য অন্বেষণে এসে কেশবপুর পাবলিক মাঠের পাশে  হনুমানটি একটি বাড়ির ছাদে লাফালাফি করার সময় পাশের বৈদ্যুতিক তারে স্পৃষ্টে হয়ে নীচে পড়ে মারা যায়। এ সময় মারা যাওয়া হনুমানটির সাথে থাকা  হনুমানটি মরদেহের পাশে বিলাপ করতে থাকে। খাদ্য বিতরণকারী বনবিভাগের কর্মী আতিয়ার রহমান মৃত হনুমানটি উদ্ধার করে আনতে গেলে ওই হনুমানটি ক্ষিপ্ত হয়ে ওঠে।প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রায় আধাঘণ্টা ধরে সাথে থাকা হনুমানটি মৃত হনুমানের পাশে ঘোরাঘুরি আর বিলাপ করে। এ সময় বনকর্মীরা হনুমানটি উদ্ধার করতে এলে তাদের ওপরে ক্ষিপ্ত হয়ে ওঠে সে।উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ¯পৃষ্টে মারা যাওয়া হনুমানটির ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিস¤পদ অফিসে প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, হনুমানটির ময়নাতদন্ত শেষে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিদ্যুৎ¯পৃষ্টে মারা যাওয়া হনুমানটির ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে।

আরও খবর

🔝