gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: প্রতিমন্ত্রী স্বপন
প্রকাশ : রবিবার, ১০ জানুয়ারি , ২০২১, ০৮:৪০:৩২ পিএম
জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
1610289660.jpg
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, খেলাধুলা শুধু সুস্থতা নয়, মানুষের জীবনে এর গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। ক্রীড়াবিদদের খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে নানা উপকরণ দেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী রোববার বিকেলে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী উপউরিক্ত কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হাকিম সরদারের পুত্র চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক মন্টু, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মণিরুজজ্জামান মনি, দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার, মরহুম আব্দুল হাকিম সরদারের পুত্র বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের ডাক্তার ও স্বাচিপ নেতা আব্দুল আজিজ সরদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।ফাইনাল খেলায় কালারহাট ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে আমিনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

আরও খবর

🔝