gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আলোচনার শীর্ষে ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’র আইটেম গান!
প্রকাশ : রবিবার, ১০ জানুয়ারি , ২০২১, ০৮:৩৩:১১ পিএম
বিনোদন ডেস্ক : :
1610289252.jpg
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিত সিনেমা নিয়ে শুরু থেকেই সকলের আগ্রহ বেশি। মহরত থেকে শুটিং এর সর্বশেষ পরিস্থিতি সবদিকেই সিনেমাপ্রেমীদের সমান দৃষ্টি। এবার সেই আগ্রহের পারদ আরো বেড়ে গেছে আইটেম গান সংযোজনের খবর। গত দুদিন ধরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এ সিনেমার আইটেম গানের শুটিং চলছে। এখানে বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়িকা পূর্ণিমা, রাশেদ অপুসহ অনেকে অংশ নিচ্ছেন। পূর্ণিমা কি তবে আইটেম গার্ল এ প্রশ্নও থেকে যাচ্ছে! পরিচালক নেয়ামূল গণমাধ্যমকে জানান, আইটেম গানের শুটিং শেষ হচ্ছে রবিবার। গানটি সিনেমায় ভিন্নমাত্রা যোগ করবে বলে তার বিশ্বাস। তারিক আনাম খান, পূর্ণিমা ও রাশেদ অপুর সঙ্গে আইটেম গানে পারফর্ম করছেন পুনম। কোরিওগ্রাফি করছে ঈগলস ডান্স কোম্পানি।রুনা লায়লার বিখ্যাত গান ‘রূপে আমার আগুন জ্বলে’র প্রথম চারলাইন আইটেম গানে ব্যবহার করা হয়েছে। গানটির বাকি অংশ লিখেছেন কবির বকুল এবং সুর সংগীত করেছেন ইবরার টিপু। গানে কণ্ঠ দেবেন ইন্ডিয়ান নামী শিল্পী। গত দুদিন ধরে এফডিসিতে গানটির শুটিং চলছে।আইটেম গান হলেও এটি গতানুগতিক নয়। বেশ উপভোগ্য হবে বলে জানিয়েছেন গানে অংশগ্রহণকারীরা। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে নোয়াখালীতে। অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।‘গাঙচিল’ উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোন কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসে উঠে এসেছে। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল ‘গাঙচিল’।

আরও খবর

🔝