gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দুর্নীতি করতেই ভ্যাকসিন আমদানিতে মধ্যসত্ত্বভোগী নিয়োগ
প্রকাশ : রবিবার, ১০ জানুয়ারি , ২০২১, ০৬:২৫:৩৫ পিএম
কাগজ ডেস্ক ::
1610281605.jpg
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দুর্নীতি করতেই সরকার ভ্যাকসিন আমদানিতে মধ্যসত্ত্বভোগী নিয়োগ দিয়েছে।রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ফখরুল বলেন, ‘সরকারি সুবিধাভোগী পদবিধারী মধ্য স্বত্বভোগী নিয়োগ নিয়ে নীতিগতভাবেই শুধু নয়, আইনগতভাবেও অপরাধমূলক একটা কাজ হয়েছে।’তিনি আরও বলেন, ‘মানুষের জীবন রক্ষাকারী ভ্যাকসিন আমদানি প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের এই টিকাপ্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’বিএনপি মহাসচিব বলেন, ‘ভ্যাকসিন করে আসবে, তা নিয়ে গোটা জাতির সঙ্গে আমরাও চরমভাবে উদ্বিগ্ন। এখন পর্যন্ত সরকার কোনো সুনির্দিষ্ট সময়ও নির্ধারণ করতে পারেনি। এখন পর্যন্ত ভারত থেকে যে টিকা আনা হবে, তারও কোনো নিশ্চিয়তা পাইনি। কারণ ভারতের হাইকমিশনার বলেছেন, তাদের চাহিদা মেটানো হবে আগে। তাদের পররাষ্ট্র সচিবও একই কথা বলছেন।’মির্জা ফখরুল বলেন, ‘আমরা পত্র-পত্রিকায় দেখছি যে, শ্রীলঙ্কার সঙ্গে তারা চুক্তি করেছে যে, শ্রীলঙ্কাকে তারা অগ্রাধিকার দেবে।’

আরও খবর

🔝