gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে নতুনভাবে জেগে উঠেছিল বাঙালি জাতি

❒ যশোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বক্তারা

প্রকাশ : শনিবার, ৯ জানুয়ারি , ২০২১, ০৯:১৩:৫৪ পিএম
কাগজ সংবাদ ::
1610206155.jpg
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদার্পণে বাঙালি জাতির মধ্যে দেখা দিয়েছিল আশার আলো। জাতির জনকের স্বদেশে ফিরে আসার খবরে নতুনভাবে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি। বঙ্গবন্ধুর হাত ধরে বিশ্ব মানচিত্রে নতুনরূপে বিদ্রোহী বাঙালি জাতির আবির্ভাব ঘটবে এমন স্বপ্নে বিভোর ছিল কয়েক কোটি মানুষ। মুক্তির দিশারী বঙ্গবন্ধু নিজ দেশে ফিরে এসে সদ্য ভূমিষ্ঠ জাতির অগ্রসরে রাখলেন অনবদ্য ভূমিকা।‘১০ জানুয়ারি-বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে যশোরে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, জনগণের মুক্তির লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ১৪ বছর জেলবন্দি জীবন কাটান। যা ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু শুধু দেশকে মুক্ত করেননি, দেশ গঠনে রেখেছেন অনবদ্য ভূমিকা। সেই বঙ্গবন্ধুকে কিছু নরপিশাচ স্বপরিবারে হত্যা করে ইতিহাসকে কলংকিত করেছে। হত্যায় জড়িত পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান বক্তার বক্তৃতায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। উন্নত রাষ্ট্র গঠনে শেখ হাসিনার দর্শনের ভূয়সী প্রশংসা করেন এমপি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই যশোরে এতো উন্নয়নের ছোয়া লেগেছে। প্রধানমন্ত্রীর কারণেই করোনার মধ্যেও দেশের মানুষ ভালো আছেন।জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গণি খান পলাশ, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এবং শেখ ইব্রাহিম হোসেন। আলোচনা সভা শেষে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও খবর

🔝