gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
জরুরি অবস্থায়ও অলিম্পিক আয়োজনে প্রস্তুত
প্রকাশ : শনিবার, ৯ জানুয়ারি , ২০২১, ০৫:৪২:৫৬ পিএম
ক্রীড়া ডেস্ক::
1610192605.jpg
করোনার কারণে টোকিওতে জরুরি অবস্থা জারি করেছে সে দেশের সরকার। এর মাঝেও জুলাইয়ে অলিম্পিক গেমস হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। গত বৃহস্পতিবার জাপানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পার হয়েছে সাত হাজারে। আক্রান্তের সংখ্যাও অনেক বেশি। এর আগে কখনো এমটা হয়নি। এর মধ্যে অর্ধেক রোগিই জাপানের রাজধানী শহরের। টোকিওতে নতুন করে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪৭, যা রেকর্ড। এই পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন নিয়ে থাকছে সংশয়।প্রধানমন্ত্রী সুগা স্বীকারও করেছেন, যে ভাবে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা মানুষের জীবন ও অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। এন্টিভাইরাস আইন অনুসারে আমি তাই জরুরি অবস্থার ঘোষণা করছি। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, ফেব্রুয়ারির পরের দিক থেকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে জাপান সরকার আশাবাদী। এই আবহে আসন্ন গ্রীষ্মে টোকিয়ো অলিম্পিক আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। শুধু অলিম্পিকসই নয়, প্যারা অলিম্পিকও আয়োজন করতে তিনি সংকল্পবদ্ধ বলে ঘোষণা করেছেন।

আরও খবর

🔝