gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খয়েরতলা বাজারে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ : মঙ্গলবার, ৫ জানুয়ারি , ২০২১, ০৭:২৭:১২ পিএম
কাগজ সংবাদ :
1609853282.jpg
যশোরের পুরাতন খয়েরতলা বাজারে ভয়ানক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে চারটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে দু’টি ফার্নিচার, একটি লেপতোষক ও একটি কীটনাশকের দোকান রয়েছে। তার মধ্যে ফার্নিচারের দোকান দু’টি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জনতা ফার্নিচারের স্বত্ত্বাধিকারী আব্দুল হালিম জানান, পুরাতন খয়েরতলা বাজারে তার একটি ফার্নিচারের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার রাত  পৌঁনে ১১ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত ১১ টার দিকে মুদি দোকানি জাহিদ হাসান তাকে ফোন করে জানান, তার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সাথে সাথে তিনি ঘটনাস্থলে এসে দেখেন তারসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৫৫ ডিভিশনের অর্ডিন্যান্স ফায়ার সার্ভিসের ফায়ার সুপার জিএম আব্দুর রাজ্জাক জানান, রাত ১১ টার সময় খবর পেয়ে সেনাবাহিনীর আট সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছেনা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে। যশোর সদর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আনারুল হক জানান, রাত ১১ টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় রাত দুটোর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সাগরও।  

আরও খবর

🔝