gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ওমানে হবে টেস্ট ক্রিকেট
প্রকাশ : মঙ্গলবার, ৫ জানুয়ারি , ২০২১, ০৬:০১:৪৪ পিএম
ক্রীড়া ডেস্ক::
1609848323.jpg
টেস্ট ভেন্যু হিসেবে যুক্ত হলো ওমান ক্রিকেট একাডেমি। দেশটি নিয়মিত ওয়ানডে ও টি-২০ খেললেও, টেস্ট স্ট্যাটাস থেকে রয়েছে অনেক দূরে। তবে আফগানিস্তানের সুবাদে এবার ওমানেই হবে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার ফরম্যাট টেস্ট ক্রিকেট।টেস্ট, ওয়ানডে ও টি-২০ আইসিসির কাছ থেকে তিন ফরম্যাটের ক্রিকেট আয়োজনেরই অনুমতি পেয়ে গেছে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর মাঠটি। এখন এই মাঠটিকে নিজেদের নতুন হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে আফগানিস্তান।ওমানের আল আমেরাতে অবস্থিত মাঠটিতে চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৬, ২৯ ও ৩১ জানুয়ারি।এরপর একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ খেলবে আফগানরা। ফেব্রুয়ারিতে ওমান ক্রিকেট একাডেমির টেস্ট অভিষেক ঘটিয়ে দুইটি ম্যাচ খেলবে আফগানিস্তান, পাশাপাশি থাকবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

আরও খবর

🔝