gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
কৃষকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা তৈরি
প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০৮:০২:৩১ পিএম
চৌগাছা (যশোর) অফিস :
1609768985.jpg
যশোরের চৌগাছার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষকরা স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। দীর্ঘ এক মাস যাবত কঠোর পরিশ্রমের ফলে তৈরি করা হলো তিন গ্রামের ফসল তোলার রাস্তাটি। এলাকাবাসী জানান, দক্ষিণ কয়ারপাড়া গ্রামের দক্ষিণ ও দক্ষিণপূর্ব মাঠ কৃষি ফসলের জন্য উৎকৃষ্ট। মাঠের উত্তরে কয়ারপাড়া, দক্ষিণে মুলিখালির বাওড়, পূর্বে লস্কারপুর ও পশ্চিমে চানপুর গ্রাম অবস্থিত। এই মাঠ ঘিরে চাষাবাদের ওপর নির্ভরশীল কয়েক হাজার কৃষক। দীর্ঘদিন এলাকার কৃষকরা ধান ও সবজি চাষাবাদ করলেও রাস্তার অভাবে কৃষিপণ্য ঘরে আনতে পারতেন না। এজন্য তাদের কয়েক কিলোমিটার ঘুরতে হতো। যে কারণে বেড়ে যেতো কৃষিপণ্য উৎপাদনের খরচ। দীর্ঘদিন চলা এমন সমস্যা উত্তরণের জন্য গ্রামের কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে নিজেরাই রাস্তা নির্মাণ শুরু করেন। গ্রামের বটতলা হতে চাকলা-রাইসার বিল ধরে সাহেবের মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটির প্রস্ত ১০ মিটার। ইতিমধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে।  দক্ষিণ কয়ারপাড়া ওয়ার্ডের মেম্বর আশিকুর রহমান শান্ত, কৃষক আবুল খায়ের, আব্দুস সামাদ, সবুজ হোসেন, ইয়াছিন, মোতালেব, মাসুদ, ছোয়েল, ফুলমিয়া, আবজেল, পরান, জামির হোসেন, আব্দুল হালিমের প্রচেষ্টায় এলাকার ৪০/৫০ জন কৃষক ঐক্যবদ্ধ হয়ে রাস্তাটি নির্মাণ করেন বলে স্থানীয়রা জানান। কৃষকরা জানান, মাঠের রাস্তাটি না থাকার কারণে চাষাবাদে খুব সমস্যা হত। রাস্তাটি নির্মাণের ফলে কৃষকদের জমির ধানসহ অন্যান্য ফসল ঘরে তুলতে সহজ হবে।

আরও খবর

🔝