gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মেহেরপুরে দ্বিতীয় স্ত্রী হত্যায় প্রথম স্ত্রীসহ স্বামীর ফাঁসির আদেশ
প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০৭:৫৬:৪৯ পিএম
মেহেরপুর প্রতিনিধি:
1609768633.jpg
দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে মেহেরপুরে প্রথম স্ত্রীসহ স্বামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের নবীছদ্দিনের ছেলে সাইদুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী জমেলা খাতুন।নিহত দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুন সাইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ফাঁসির এ দুই আসামিই বর্তমানে পালাতক রয়েছেন।রায় জানিয়ে আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আসামিরা আদালতের আদেশে জামিন পান। পরে হাজিরা না দেওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা দেয়। আসামিরা পলাতক আছে। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে যাবে বলেও জানান তিনি।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ জানুয়ারি সাইদুল ইসলাম প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগিতায় তার দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যা করে যাদবপুর মাঠের মধ্যে পুঁতে রাখেন। মাঠে কাজ করতে গিয়ে গ্রামের কৃষকরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলার করা হয়। দীর্ঘ তদন্তের পর সদর থানার এসআই হাসান ইমাম নিহতের স্বামী এবং তার প্রথম স্ত্রীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।রায়ে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

আরও খবর

🔝