gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার রহস্য উন্মোচন

❒ নানা সম্পর্কীয় অভিযুক্ত ইসলাইল আটক

প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০৭:৫৩:২৩ পিএম
কাগজ সংবাদ:
1609768496.jpg
কেশবপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা ঘটনার রহস্য উন্মোচন করেছে পিবিআই যশোর। ঘটনার নায়ক ভুক্তভোগীর নানা সম্পর্কীয় প্রধান অভিযুক্ত ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার আলতাপোল গ্রামের কালাচাঁদ সরদারের ছেলে। ৩ জানুয়ারি গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আদালতেও তিনি হত্যার দায় স্বীকার করেছে।গত বছরের ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার আলতাপোল সরদার পাড়ার একটি ৯ বছরের শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার শিকার হয়। তার মৃতদেহ ঘরের বাঁশের আড়ার সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ওই ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়, যার নাম্বার ৫৬। পরবর্তীতে ময়না তদন্ত রিপোর্টে হত্যার প্রমাণ মেলায় বাবা জাহিদুল ইসলাম ২৯ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি করে কেশবপুর থানায় মামলা করেন, যার নাম্বার ১৮। মামলাটি পিবিআই যশোর জেলা স্বউদ্যোগে তদন্তভার গ্রহণ করে।  মামলার তদন্তভার গ্রহণ করে এসআই স্নেহাশীস দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৩ জানুয়ারি রাত ৩ টায় অভিযুক্ত ইসমাইল হোসেনকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে, নিহতের বাবা তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। বাবার আপন মামা অভিযুক্ত ইসমাইল হোসেন। নিহত শিশুটি তার নাতনী সম্পর্কীয়। গত বছরের ২১ নভেম্বর বিকেল ৫ টায় সন্দিগ্ধ অভিযুক্ত ইসাইল হোসেন তার অসুস্থ্য ভাগ্নেকে দেখতে আসেন। এ সময় ৯ বছর বয়সী নাতনী বসত ঘরে একা একা বসে টিভি দেখছিল। অভিযুক্ত ইসমাইল ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটি চিৎকার দিলে অভিযুক্ত ইসমাইল তার নাক-মুখ চেপে ধরে। এসময় মেয়েটি নিস্তেজ হয়ে পড়ে। অভিযুক্ত ইসমাইল তখন ঘটনাকে ভিন্ন রূপ দেয়ার জন্য ঘরে থাকা ওড়না গলায় পেঁচিয়ে তাকে আড়ার সাথে ঝুলিয়ে কৌশলে ঘর থেকে বেরিয়ে যায়। অভিযুক্ত ইসমাইল হোসেন ৪ জানুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

আরও খবর

🔝