gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অভয়নগরে যাত্রীবাহী দু’বাসের মুখোমুখি সংঘর্ষে দশজন আহত (ভিডিও)
প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০৭:৪৮:২৬ পিএম
নওয়াপাড়া (যশোর) অফিস:
1609768224.jpg
অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দশজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেল পৌনে তিনটার দিকে মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকার রোমান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী হানিফ পরিবহন ও যশোরগামী নয়নমনি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বাস দু’টিতে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। যাত্রীদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। সংঘর্ষে বাস দু’টিতে থাকা প্রায় দশ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর পরই নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডিউটি অফিসার ডা. ফারিয়া রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের বিস্তারিত তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো পাওয়া যায়নি।

আরও খবর

🔝