gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জাতীয় দলে মাশরাফির অধ্যায় কি শেষ
প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০৬:৪০:৪৩ পিএম
ক্রীড়া ডেস্ক:
1609764070.jpg
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মোর্তজার উত্থানপতনের ইতিহাস বেশ লম্বা। ইনজুরির কারণে কয়েকবার দল থেকে ছিটকে গেছেন, আবার ফিরেছেন স্বরূপে। তবে এবারের গল্প ভিন্ন। দূরদর্শী চিন্তা করে তাকে দলে নেওয়ার প্রয়োজন অনুভব করছে না নির্বাচক কমিটি। তাই ১০ মাস পর শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নাম নেই মাশরাফির। সে কারণেই এখন প্রশ্ন দেখা দিয়েছে জাতীয় দলে কি মাশরাফির অধ্যায় শেষ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে জায়গা হয়নি বাংলাদেশের সফলতম অধিনায়কের। ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভিশনের কারণে মাশরাফিকে দলে রাখা হয়নি বলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন। পাশাপাশি যোগ করেছেন, টিম ম্যানেজমেন্টের যে পরিকল্পনা, সেখানে নেই মাশরাফি।জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে দলে ছিলেন মাশরাফি। তিন ম্যাচ সিরিজের শেষটি জিতে পূরণ করেছিলেন অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের স্বাদ। সেই ম্যাচ দিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। করোনা বিরতির পর মাশরাফি মাঠে ফেরেন বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে।নয় মাস পর মাঠে নেমেও বাঁহাতি পেসার ছড়িয়েছেন পারফরম্যান্সের আলো। ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ম্যাচ প্রতি বোলিং গড় ৮.০৬। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে সুযোগ পেতে এ পারফরম্যান্স যথেষ্ট ছিল না। দল থেকে বাদ পড়া মাশরাফির আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা ক্ষীণ। প্রধান নির্বাচকও দিলেন এমন ধারণা।

আরও খবর

🔝