gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আফগানিস্তানে গুলি করে সাংবাদিককে হত্যা
প্রকাশ : শনিবার, ২ জানুয়ারি , ২০২১, ০৫:০৯:২৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1609585790.jpg
আফগানিস্তানে আবারও গুলি করে বিসমিল্লাহ আদেল আইমাক নামে একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে দেশটির ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রয়টার্স।এ নিয়ে দেশটিতে গত দুই মাসে ৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এখনও কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। নিহত বিসমিল্লাহ আদেল আইমাক ছিলেন ‘সাদা-ই-ঘোর রেডিও’এর প্রধান সম্পাদক। তিনি আফগানিস্তানের সংবাদ জগতে পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন। কয়েক মাস আগেও বিসমিল্লাহ আদেল আইমাককে হত্যাচেষ্টা করা হয়েছিল।ঘোর প্রদেশের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ রয়টার্সকে জানিয়েছেন, বিসমিল্লাহ আদেল আইমাক ২০১৫ সাল থেকে সাদা-ই-ঘোর রেডিওতে কাজ শুরু করেন এবং পরে তিনি প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেন।আদেল আইমাক হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আফগান সরকার স্বাধীন মতপ্রকাশে বিশ্বাস করে। এ ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

আরও খবর

🔝