gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দ্বিতীয় ধাপে ১৭ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন

❒ বিশ্ব ইজতেমা

প্রকাশ : বুধবার, ১৮ জানুয়ারি , ২০১৭, ০৫:০৫:৪৮ পিএম
ঢাকা অফিস ::
1484738469.jpg
টঙ্গীর তুরাগ পাড়ে আগামী শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছেন দেশের ১৭ জেলার মুসল্লিরা। পাশাপাশি থাকছেন কয়েক হাজার বিদেশি মুসল্লি।এর আগে গত ১৩-১৫ জানুয়ারির প্রথম ধাপের বিশ্ব ইজতেমায়ও অংশ নেন অন্য ১৭ জেলার মুসল্লি, ছিলেন বিদেশি মুসল্লিরাও।বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, ইজতেমার দ্বিতীয় ধাপেও দেশের ১৭ জেলার মুসল্লি অংশ নেবেন। ২৬টি খিত্তায় ওইসব জেলার মুসল্লিদের ভাগ করে দেওয়া হয়েছে। তবে ঢাকা জেলার মুসল্লিরা দুই ধাপেই অংশ নিতে পারছেন।দুই ধাপ মিলিয়ে এবারের বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলাসহ বিদেশি মুসল্লিরা।দ্বিতীয় ধাপে অংশ নেওয়া জেলা ও খিত্তাগুলো হলো- ঢাকা (১-৫নং ও ৭নং খিত্তা), মেহেরপুর (৬নং খিত্তা), লালমনিরহাট (৮নং খিত্তা), রাজবাড়ী (৯নং খিত্তা), দিনাজপুর (১০নং খিত্তা), হবিগঞ্জ (১১নং খিত্তা), মুন্সীগঞ্জ (১২-১৩নং খিত্তা), কিশোরগঞ্জ (১৪-১৫নং খিত্তা), কক্সবাজার (১৬নং খিত্তা), নোয়াখালী (১৭-১৮নং খিত্তা), বাগেরহাট (১৯নং খিত্তা), চাঁদপুর (২০নং খিত্তা), পাবনা (২১-২২নং খিত্তা), নওগাঁ (২৩নং খিত্তা), কুষ্টিয়া (২৪নং খিত্তা), বরগুনা (২৫ নং খিত্তা) ও বরিশাল (২৬নং খিত্তা)।ইজতেমার দ্বিতীয় ধাপ আগামী শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হবে। এর আগে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম ধাপ শেষ হয় ১৫ জানুয়ারি।

আরও খবর

🔝