gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সীতাকুন্ডে পুলিশ পরিচয়ে দুই প্রাইভেট কারের যন্ত্রাংশ লুট
প্রকাশ : মঙ্গলবার, ১৭ জানুয়ারি , ২০১৭, ১২:০০:০০ এ এম
চট্টগ্রাম অফিস ::
1484664643.jpg
চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারীতে দারোয়ানকে বেঁধে দুইটি গাড়ির (প্রাইভেটকার) মুল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে পুলিশ পরিচয়ে ডাকাতদল। ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের লোকমান ডাক্তারের বাড়িতে সোমবার দিবাগত রাত তিনটার সময় এঘটনা ঘটে।গাড়ির মালিক আশরাফুল আলম রনি জানান, সোমবার দিবাগত রাতে আমার দারোয়ান নুরুল আলমকে হাত-পা ও মুখ বেঁধে ১০/১২ জনের একদল ডাকাত বাড়ির গ্যারেজে রাখা একটি ”প্রিমিয়ো ও একটি মাইক্রোবাসের” মুল্যবান পার্স খুলে নিয়ে যায়। দুইটি গাড়ির যন্ত্রাংশের আনুমানিক মুল্য ৮-৯ লাখ টাকা।দারোয়ান নুরুল আলম বলেন, ১০/১২ জনের ডাকাত দলের মধ্যে ৪ জনের গায়ে পুলিশের ইউনিফর্ম পড়া ছিল। তারা প্রথমে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আমার হাত-পা ও মুখ বেঁধে পেলে। এরপর বাকিরা দুইটি গাড়ির পার্সগুলো খুলে নিয়ে যায়। এই নিউজ লিখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। এ ব্যপারে জানতে চাইলে গাড়ির মালিক আশরাফুল আলম রনি বলেন, থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

আরও খবর

🔝