gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
জ্যোতির চ্যালেঞ্জ...
প্রকাশ : শুক্রবার, ১৩ জানুয়ারি , ২০১৭, ১২:৫৯:০০ এ এম
বিনোদন ডেস্ক ::
1484232944.jpg
আসলে আমি যেরকম করে কাজ করতে চাই সেরকমটা এখন খুব কম হচ্ছে। সে কারণেই অভিনয় থেকে দূরে রয়েছি। গত কয়েক মাসে নতুন নাটকে কাজ করিনি। আসলে ভালো লাগে না গতানুগতিক ধারার কাজ করতে। নিজেকে একটু অন্যরকমভাবে তৈরি করছি। সত্যি বলতে নতুন বছরটা নতুনভাবে শুরু করেছি। মনের মতো কাজ করবো বলেই নাটক আর করছি না। অনেকটা অভিমানের সুরেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এরইমধ্যে ছোট এবং বড় পর্দা- এই দুই জায়গাতেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। একজন সুঅভিনেত্রীর মধ্যে যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে তার মধ্যে। তবে হঠাৎ কাজ কেন বন্ধ হলো? নাটকের মাধ্যমটি জ্যোতিকে কেন আর টানছে না? জ্যোতিকা জ্যোতি বলেন, আসলে কথা ওই একটাই। আমার মতো করে আমি কাজ করতে চাই। এটাই কাজ না করার মূল কারণ। নাটকে যদি একেবারে স্পেশাল কিছু হয় তবেই কাজ করবো। না হলে নয়। এটা আমার সিদ্ধান্ত। এ কারণে অনেক দিন ধরে সরে আছি। সবকিছু মিলিয়ে ছোট পর্দার পরিস্থিতি নিয়ে আমি হতাশও বটে। কারণ কেউ এখন খুব বাজে কাজ করছে, আবার কেউ মোটামুটি ভালো কাজ করছে। আমি নিজের উপযুক্ত কাজ পাচ্ছি না। উপযুক্ত বলতে মনের মতো গল্প এবং চরিত্রটাকেই বলছি। কেমন যেন অস্থির হয়ে আছে সবকিছু। সে কারণে আমি বাসাতেই বেশি থাকছি এখন। আজ (মঙ্গলবার) অনেক দিন পর বের হলাম। তাও একটা অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। তাছাড়া আমার ওজনও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে এই বিরতিটা নিজের ইচ্ছেতেই নেয়া। তাহলে এই সময়ে এসে চিন্তাভাবনা কী? জ্যোতিকা জ্যোাতি বলেন, আসলে অভিনয় ছাড়াতো অন্য কিছু চিন্তা করিনি এখনও। তাই এটাই করবো। তবে অন্যভাবে। আমি নতুনভাবে বড় পর্দার জন্য প্রস্তুত হচ্ছি। এখন সেই প্রস্তুতিতেই সময় দিচ্ছি। যেমন আমার ওজন বেড়ে গেছে তাই প্রতিদিন জিম করছি, ডায়েট করছি। পছন্দের খাবারগুলোও তালিকা থেকে বাদ দিয়েছি। চলচ্চিত্রে নিয়মিত কাজ করবো, তাই একটু কষ্টতো করতেই হবে। এটাও ছোট পর্দায় কাজ না করার অন্যতম কারণ। তাহলে নতুন করে চলচ্চিত্রে অভিষেকটা হচ্ছে কবে নাগাদ? চরিত্রটিইবা কেমন? জ্যোতি বলেন, এখনই সবকিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি আগামি কিছুদিনের মধ্যেই আমি নতুন চলচ্চিত্রে কাজের ঘোষণা দেবো। এরইমধ্যে কথাবার্তা প্রায় পাকাপাকি। এত প্রস্তুতি! এবার কি তাহলে বাণিজ্যিক ধারার ছবিতে পাওয়া যাবে? জ্যোতি হেসে বলেন, বাণিজ্যিক কিংবা আর্ট ফিল্ম বিষয়গুলোতে আমি বিশ্বাসী নই। চলচ্চিত্র আমার কাছে চলচ্চিত্রই। এটা একটা মেনইনস্ট্রিমের ছবিই হবে। মোটামুটি সবকিছুই থাকবে ছবিটিতে। এই ছবির প্রস্তুতিস্বরূপ একটি ওয়ার্কশপেও অংশ নেবো। এই ছবিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আসলে সত্যি বলতে আমি ইন্ডাস্ট্রিতে মিসইউজ হতে চাই না। নিজের মনের মতো কাজই করবো। চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতিতেই সময় দিচ্ছি পুরোটা। বছরে দুটি ভালো ছবি করলেই আমার হবে। এতে হয়তো আমার অর্থনৈতিক সংকট কিছুটা হবে। তবে সেটা আমার কাছে বড় বিষয় না। আমার অনেক টাকা পয়সা লাগবে এমন না। অভিনয়কে ভালোবেসে এ পর্যন্ত এসেছি। অভিনয়টাই আমার কাছে মুখ্য। ভালো কাজই শুধু করে যেতে চাই। নাটকেতো কাজ করবেন না। বিজ্ঞাপনে কি কাজ করা হবে? জ্যোতি বলেন, বিজ্ঞাপনে কাজ করবো। তবে খুব বেছে বেছে। এতটুকু বলতে চাই গড়পড়তা কাজে আমাকে আর পাওয়া যাবে না। নতুন বছরটা নতুন চ্যালেঞ্জ নিয়েই শুরু করেছি।

আরও খবর

🔝