gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এমপি লিটন হত্যায় জাসদ নেতা গ্রেফতার
প্রকাশ : রবিবার, ৮ জানুয়ারি , ২০১৭, ১২:০০:০০ এ এম
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ::
default.png
গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় উপজেলা জাসদ নেতা আহসান হাবিব (মাসুদ)কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বাজার এলাকার নিজ বাড়ি থেকে শনিবার রাতে মাসুদকে গ্রেফতার করা হয়। তিনি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার মাসুদ সুন্দরগঞ্জ উপজেলা জাসদের নেতা। ২০১০ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগে যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু এমপি লিটন তাকে যোগদান করতে দেয়নি। এতে মাসুদ ক্ষুব্ধ হয়ে রাম দা নিয়ে লিটনকে আক্রমণ করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।
ওসি আরো বলেন, এমপি লিটন হত্যা মামলায় মাসুদকে গ্রেফতার দেখিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।

 

আরও খবর

🔝