gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আজ বিকালে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : রবিবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:৪১:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০২:৪৮:৩০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-04_65bf3642dfa0e.jpg

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে এই সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হয়।
প্রথম অধিবেশনে টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার নির্বাচিত হন অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।
অধিবেশনের শুরুতে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন।
প্রথমদিন অধিবেশন চলার পর রোববার বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। আজ আবার মুলতবি অধিবেশন বসতে যাচ্ছে।
এই অধিবেশনে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা এবং উথাপিত হবে বলে জানা গেছে।

আরও খবর

🔝