gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : সোমবার, ২৯ জানুয়ারি , ২০২৪, ১০:১১:০০ পিএম
আব্দুল কাদের, নড়াইল:
GK_2024-01-29_65b7ce8b68dfe.jpg

নড়াইলে ১৪ বছর পূর্বের একটি মাদক মামলায় কাদের বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি কাদের বিশ্বাস যশোর চৌগাছার মোহাম্মদপুরের করিম বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যার দিকে সদর উপজেলার সিতারামপুর ব্রিজের পাশে যশোর থেকে নড়াইল গামী একটি বাস তল্লাশিকালে কাদের বিশ্বাসের কাছ থেকে ২ লিটার সেভেন আপের একটি বোতল ও একটি প্রাণ আপের বোতলে ৩ লিটার তরল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতেই তার বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মাদক কারবারি কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

আরও খবর

🔝