gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ঈশ্বরদী থেকে ট্রাকের যন্ত্রাংশ চুরি, আটক সাত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জানুয়ারি , ২০২৪, ১০:১৬:০০ পিএম , আপডেট : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০২:১২:১২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-23_65afe6c1e66f5.jpg

যশোর শহরের বকচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ঈশ্বরদী থেকে চুরি যাওয়া একটি ট্রাকের যন্ত্রাংশ পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ঈশ্বরদী কলেজ রোড আকবরের মোড় এলাকার তানভীর মালিথার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-০১৪৮) গত ১৯ জানুয়ারি দুপুরে চালক সামিউল ইসলাম নয়ন স্থানীয় আলহাজ মোড়ের ছানাউল্লাহর গ্যারেজে রেখে দেন। পরদিন ২০ জানুয়ারি সকাল ৮টার দিকে চালক ওই গ্যারেজে গিয়ে দেখতে পান, ট্রাকটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে ট্রাক মালিক তানভীর মালিথা ঈশ্বরদী থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, চুরি যাওয়া ট্রাকটি যশোরের বকচর এলাকায় কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে দেওয়া হয়েছে। এই তথ্য পেয়ে মঙ্গলবার সকালে তদন্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর শহরের বকচর এলাকার দেলোয়ার হোসেনের আস্তানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চুরি যাওয়া ট্রাকের কেবিন উদ্ধারসহ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনভর বকচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটে ফেলা ট্রাকের অন্যান্য যন্ত্রাংশ উদ্ধারসহ আরও ছয় জনকে আটক হয়। সূত্র জানায়, ঈশ্বরদী থেকে চোর চক্রের কাছ থেকে ট্রাকটি নিয়ে এসেছিলেন মহাসিন । যশোরে তার অন্যতম সহযোগী দেলোয়ার হোসেন ট্রাকটি কেটে বিভিন্ন যন্ত্রাংশ স্থানীয় ব্যবসায়ীদের কাছে মেমো দিয়ে বিক্রি করে দেন।

আরও খবর

🔝