gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উত্তাপ ছড়ানো নয়, লক্ষ্য অর্জন আমার উদ্দেশ্য : লতিফ সিদ্দিকী
প্রকাশ : বুধবার, ১০ জানুয়ারি , ২০২৪, ০৩:০২:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০২:৪৮:৩০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-01-10_659e42ee7bdfe.jpg

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, আমি কিন্তু সঙ্গত কথার বাইরে যাই না। উত্তাপ ছড়ানো আমার উদ্দেশ্য না। আমার লক্ষ্য অর্জন আমার উদ্দেশ্য।
সংসদে উত্তাপ ছড়ানো উদ্দেশ্য না বলে জানিয়েছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি একথা বলেন।
তিনি বলেন, উত্তপ্ত বা উত্তাপ, আমি কিন্তু সঙ্গত কথার বাইরে যাই না। আমি যা বিশ্বাস করি অন্যের কাছে অসঙ্গত মনে হলেও আমার কাছে যা সঙ্গত মনে হয় তাই বলি। এর বাইরে আমি কোনো কথা বলি না। উত্তাপ ছড়ানো আমার উদ্দেশ্য না। আমার লক্ষ্য অর্জন আমার উদ্দেশ্য।
কে স্বাধীনতা বিরোধী আর কে পক্ষে সেটি বিচার করার বিষয়, তাই এখনই সেটি নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।

আরও খবর

🔝