gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হলো
প্রকাশ : মঙ্গলবার, ৯ জানুয়ারি , ২০২৪, ০৩:৫৪:০০ পিএম
জামালপুর সংবাদদাতা:
GK_2024-01-09_659d05d145908.jpg

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
এসময় উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, সিপিসি, র‌্যাব-১৪ এর জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস, সদর সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে সোমবার (৮ জানুয়ারি) বিকেল সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় মর্টারশেলটি দেখতে পান স্থানীয়রা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার বিকেলে এক শ্রমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বোমার মতো বস্তুটি দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও র‌্যাব সদস্যরা। পাশাপাশি আশপাশজুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। পরে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসনের মাধ্যমে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়।

আরও খবর

🔝