gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
আজ মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন শুনানি
প্রকাশ : মঙ্গলবার, ৯ জানুয়ারি , ২০২৪, ১১:৩৯:০০ এ এম , আপডেট : শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:১৯:৩৬ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-01-09_659cd96b2b2ad.jpg

রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৩১ ডিসেম্বর একই আদালত শুনানির জন্য এই তারিখ ধার্য করেছিলেন। মির্জা ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের এই ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে বিষয়টি অবহিত করি। আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এরপর আমরা আবারও সিএমএম আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য এই তারিখ ঠিক করেন। আমরা আশা করি, ওই দিন মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করবেন আদালত।
তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এদের মধ্যে সম্প্রতি দু'টি গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি রয়েছে আরও ৯টি।

আরও খবর

🔝