gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খুলনা-৬ আসনে পাঁচ প্রার্থী জামানত হারাচ্ছেন
প্রকাশ : সোমবার, ৮ জানুয়ারি , ২০২৪, ১০:৪৮:০০ পিএম
শেখ মনিরুজ্জামান মনু, কয়রা (খুলনা):
GK_2024-01-08_659c2a504ed0e.jpg

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬, (কয়রা-পাইকগাছা) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রশীদুজ্জামান ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম ছাড়া সবাই জামানত হারাচ্ছেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ পেতে হবে। বিধিমালা অনুযায়ী যে প্রার্থী এ পরিমাণ ভোট পাবেন না তিনি জামানত হারাবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুসারে খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে জিএম মাহবুবুল আলম পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।
এছাড়া বাকি পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এসএম নেওয়াজ মোরশেদ (নোঙ্গর) ২১২০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম (ডাব) ৫৫৬ ভোট, জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু (লাঙ্গল) ৭৭৯ ভোট, তৃণমূল বিএনপির নাদির উদ্দিন খান (সোনালী আঁশ) ২৬৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আবু সুফিয়ান (আম) ৮৭৬ ভোট। এ আসনে ৪ লাখ ৫ হাজার ৩১৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮২৬ জন ভোটার। এর ৮ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

আরও খবর

🔝