gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন যারা
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি , ২০২৪, ০৭:০১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-01-04_6596ac84d4505.JPG

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে রাখার অনুরোধ করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একাধিক ইস্যুতে শেষ কয়েক মাসে অনিয়মিত হয়ে পড়েছিলেন তামিম। বিসিবিও মেনে নিয়েছে তামিমের এমন আবদার। তাকে ছাড়াই চূড়ান্ত হচ্ছে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি।
জানা গিয়েছে, নতুন করে আবারো চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রস্তুতের কাজ করছে বিসিবি। আসন্ন জাতীয় নির্বাচন শেষে এই তালিকা জানাবে ক্রিকেট বোর্ড। তবে নতুন বছরে গেল বছর থেকে বাদ পড়তে পারেন তিন ক্রিকেটার।
তামিম ইকবাল জানিয়েছেন তিনি থাকতে চান না চুক্তিতে। এছাড়া ইনজুরিতে থাকা এবাদত হোসেনকেও দেখা নাও যেতে পারে এই চুক্তিতে। এসিএল ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি। থাকবেন না টি-২০ বিশ্বকাপেও। অবশ্য বোর্ডের কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন তিনি। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেনও বাদ পড়ছেন চুক্তি থেকে এক প্রকার নিশ্চিত।
নতুন চুক্তিতে তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান ও মাহমুদুল হাসান জয়কে দেখা যেতে পারে। এছাড়া চলতি বছরে টেস্ট ম্যাচ বেশি থাকায় চুক্তিতে থাকতে পারেন স্পিনার নাঈম হাসানও।

আরও খবর

🔝