gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কোটি টাকার সোনার বারসহ যুবক আটক
প্রকাশ : বুধবার, ৩ জানুয়ারি , ২০২৪, ০১:৫৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:১৯:৩৬ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-03_659512cb7859b.jpg

যশোরের শার্শায় ভারতে পাচারের সময় ৯ পিস সোনার বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। যার বাজার মূল্য এক কোটি ৮০ হাজার টাকা। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তাকে উপজেলার গোগা সীমান্ত থেকে আটক করা হয়। আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার গোগা গ্রামের বাসিন্দা। বিজিবির পক্ষে থেকে বুধবার (৩ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৪২ আর পিলারের নিকট দিয়ে চোরাকারবারীরা সোনার বার ভারতে পাচারের করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় গোগা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজর সামনে কৌশলে অবস্থান করে। এ সময় গোগা অভিমুখে অটো ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনিরুল হোসেনকে (২৪) আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার জ্যাকেটের পকেটে লুকানো এক কেজি ২২ গ্রাম ওজনের ৯ পিস সোনার বার এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর

🔝