gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বেঈমানদের কোনোভাবেই ছাড় দেওয়া  হবে না : কাজী নাবিল আহমেদ
প্রকাশ : মঙ্গলবার, ২ জানুয়ারি , ২০২৪, ০৮:২২:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৩:৪০:৪০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-02_65942912dfec6.jpg
আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ বলেছেন,যশোরে যারা নৌকার বিপক্ষে অবস্থান করছেন তারা আওয়ামী লীগের শত্রু। দেশ ও জাতির স্থায়ী শত্রু। এসব বেঈমানদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিকভাবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ^রী স্কুল মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, দেশব্যাপী উন্নয়নের জোয়ার বইছে। তাই শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাতে হলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। একমাত্র নৌকা বিজয়ী হলেই শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন।
আরবপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহাজান কবির শিপলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর ফিরোজ হাসান প্রমুখ। পরিচালনা করেন আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুকুল।
এদিকে সকালে যশোরের নতুন হাট, চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজার, গোয়লদাহ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এমপি কাজী নাবিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভপতি মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার রহমান।
সন্ধ্যায় বঙ্গবাজার, মাইকপট্টি, পাইপপট্টি এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এমপি কাজী নাবিল আহমেদ। 
অপরদিকে, যশোর জেলা ট্যাক্সি, অটো টেম্পু, অটো রিকশা, অটো থ্রি হুইলার ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নৌকা প্রতীকের গণসংযোগ করেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি শিমুল সরদার, সহসভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইউসুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মের্শেদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।
 
 
 

আরও খবর

🔝