gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৩৮ বছর বয়সে সেরা রোনালদো
প্রকাশ : মঙ্গলবার, ২ জানুয়ারি , ২০২৪, ০৭:৩২:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারি , ২০২৪, ০৭:৩৪:১১ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-01-02_659410acd0769.JPG

শীর্ষ গোলদাতা হিসেবে ২০২৩ সাল শেষ করেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিদায়ী বছরে দেশের ও আল নাসরের হয়ে  ৫৪টি গোল করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী। সেটিও আবার নতুন বছরের প্রথম দিনেই।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদো। ২০২৩ সালের সেরা গোলদাতা হিসেবে পর্তুগালের অধিনায়কের নাম ঘোষণা করে ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করে রাখা সংস্থাটি।
এর আগেও পাঁচবার সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদো। সব মিলিয়ে আইএফএফএইচএসের এবারের পুরস্কারটি তাঁর নবমতম। এবারের পুরস্কার জিততে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে। জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫২ গোল নিয়ে যৌথভাবে দু’জনই গোলের তালিকায় দুইয়ে।
৩৮ বছর বয়সেও সেরা গোলদাতার পুরস্কার জিতলেন আল নাসরের অধিনায়ক। সিআর সেভেনের এমন পারফরম্যান্স সত্যি আশ্চর্যজনক।

আরও খবর

🔝