gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোর-৪ আসন বাবুলের প্রার্থিতা নিয়ে রনজিতের আপিলের রায় আজ
প্রকাশ : মঙ্গলবার, ২ জানুয়ারি , ২০২৪, ১২:০২:০০ এ এম , আপডেট : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০২:১২:১২ পিএম
বাঘারপাড়া (যশোর) অফিস:
GK_2024-01-01_6592e67f1025e.jpg

সারা দেশে যখন নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা আপন মনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তখন ব্যতিক্রমী পরিস্থিতি বিরাজ করছে যশোর-৪ আসনে। নৌকার প্রচারণা থেমে না থাকলেও শংকা কাজ করছে দলীয় নেতাকর্মীদের মাঝে।
গত ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় আপিল বিভাগে আবেদন করেন, যার শুনানি হবে আজ ২ জানুয়ারি। এদিন শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন পূর্ণাঙ্গ বেঞ্চ।
এদিকে আদালতের সিদ্ধান্ত জানতে নৌকার প্রার্থীসহ দুপক্ষের শতাধিক শীর্ষ নেতৃবৃন্দ সোমবার ঢাকা গেছেন বলে জানাগেছে।
প্রার্থী ঢাকায় অবস্থান করলেও প্রচারণায় ভাটা পড়বেনা বলে জানিয়েছেন এনামুল হক বাবুলের কর্মী সমর্থকরা। রায় তাদের (নৌকার) পক্ষে যাবে বলেও মন্তব্য করেন তারা।
অপরদিকে সংসদ সদস্য রনজিত কুমার রায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, নাকি নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তাও খোলাসা হবে আজ এ রায় ঘোষণার পর।

 

আরও খবর

🔝