gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শান্তকে অধিনায়ক হিসেবে চান হাথুরু
প্রকাশ : রবিবার, ৩১ ডিসেম্বর , ২০২৩, ০৯:২২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-12-31_659187697b3b3.jpg

দলকে নেতৃত্ব দিয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় পেয়েছে টাইগাররা। এর আগে কোনো অধিনায়কই কিউইদের বিপক্ষে বাংলাদেশকে তিন ফরম্যাটে জেতাতে পারেননি।
দলে ছিলেন না সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা। তরুণদের নিয়েই সফল এক টি-২০ সিরিজ সম্পন্ন করেছেন শান্ত। তিন ম্যাচের টি-২০ সিরিজ তার নেতৃত্বে ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা।
এই সফরে ওয়ানডে ক্রিকেটে শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে বাংলাদেশকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচও জিতিয়েছেন শান্ত।
রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ১৭ রানে (ডিএল ম্যাথড) হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তিনি নাজমুলের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করেন। শান্তর নেতৃত্বে সন্তুষ্ট হয়ে ভারপ্রাপ্ত এই অধিনায়ককে এবার ফুলটাইম অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন এই লঙ্কান কোচ।

আরও খবর

🔝