gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
জানুয়ারিতে শীত বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ
প্রকাশ : বুধবার, ২৭ ডিসেম্বর , ২০২৩, ০৩:৪২:০০ পিএম , আপডেট : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০২:১২:১২ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-12-27_658bf006ef6a9.jpg

প্রতিবছরই ডিসেম্বরের এই সময়ে শীতের দাপট থাকার কথা থাকলেও এবার সম্পূর্ণ ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। শৈত্যপ্রবাহেরও দেখা মেলেনি এবার। তবে, আবহাওয়া অধিদপ্তরের মতে ডিসেম্বরের শেষ কয়েকদিন কোন পরিবর্তন না হলেও জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে শুরু করবে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমার পর তা আবারও বাড়তে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। এ ছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গতকাল বলেন, এখনও শীত নামেনি। তবে জানুয়ারি মাসের শুরুতে শীত বাড়তে পারে।
তিনি বলেন, আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও খবর

🔝