gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত
প্রকাশ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৫:৪৩:০০ পিএম
নড়াইল অফিস:
GK_2023-12-05_656efc0427a3d.jpg

নড়াইলে ঢাকাগামী হানিফ পরিবহন ও যশোরগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রীরা প্রানে বেচে গেলেও আহত হয়েছেন ৬ যাত্রী।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (গাজীপুর-জ ০৪-০২৭৭) কালনা থেকে আসা যশোরগামী স্থানীয় পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯৭৭৫) গাড়ীটি সরাসরি আঘাত করে। এসময় দুটি গাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতরা বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী ছিলেন। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ লোকাল বাসটি রেকার দিয়ে তুলামপুর হাইওয়ে থানায় নিয়ে যায়। এছাড়া হানিফ পরিবহনটিও জব্দ করেছে পুলিশ।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, হানিফ পরিবহনটির অতিরিক্ত গতি থাকার কারণে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরিতদিক থেকে আসা লোকাল বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত এবং অন্যজন পলাতক রয়েছেন।

আরও খবর

🔝